১১ কার্তিক, ১৪৩২ - ২৭ অক্টোবর, ২০২৫ - 27 October, 2025

ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ দাবিতে চিলমারীতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি

2 days ago
270


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী রুটে সেতু নির্মাণের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদীবিধৌত দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরের মানুষকে জেলা সদরসহ সারাদেশের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে এ দাবি তোলা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী চিলমারী নদীবন্দর এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ‘ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বাক্ষর দেন সেতু নির্মাণের দাবিতে।

অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে কয়েক ঘণ্টা সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকায় যাতায়াতে ঝুঁকি থাকে। সেতু নির্মিত হলে যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন,‘আজকের কর্মসূচি এই অঞ্চলের মানুষের প্রয়োজনীয়তা প্রকাশ করছে। আমরা এই জনমত সরকার প্রধানের কাছে উপস্থাপন করব। সেতুটি হলে চারটি বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, ঢাকার দূরত্বও কমবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।’

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth