২ মাঘ, ১৪৩২ - ১৫ জানুয়ারি, ২০২৬ - 15 January, 2026

রাজস্ব আদায়ে চমক: উপজেলায় শীর্ষস্থানের পথে বালুয়া মাসিমপুর ভূমি অফিস

3 days ago
118


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিস এখন এক আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। এক সময়ের অনিয়ম আর ভোগান্তির বেড়াজাল ভেঙে অফিসটি এখন জনবান্ধব সেবার এক অনন্য মডেলে রূপান্তরিত। সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন বর্তমান সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) মো. নুরুজ্জামান। তার এই জনকল্যাণমুখী উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণে সাধারণ মানুষের মুখে মুখে এখন তার প্রশংসা।

জানা গেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসে মো. নুরুজ্জামান যোগদানের পর থেকেই শুরু হয় আমূল পরিবর্তন। দীর্ঘদিনের গেঁড়ে বসা দালাল চক্রকে সমূলে উৎপাটন করে তিনি অফিসটিকে শতভাগ দালালমুক্ত ঘোষণা করেন। বর্তমানে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কর্মকর্তাদের সাথে কথা বলে ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নুরুজ্জামানের 'জিরো টলারেন্স' নীতি স্থানীয় মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

কেবল সেবার মানোন্নয়নই নয়, রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব জমার ক্ষেত্রেও নজিরবিহীন সাফল্য দেখিয়েছেন এই কর্মকর্তা। ২০২৫-২৬ অর্থ বছরের মাত্র ৬ মাস অতিবাহিত হতেই তিনি লক্ষ্যমাত্রার ৯১ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় করেছেন। মাঠ পর্যায়ে জনগণকে উদ্বুদ্ধ করা এবং শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় কর গ্রহণের ফলেই এই বিরল রেকর্ড অর্জন সম্ভব হয়েছে, যা উপজেলার অন্য অফিসগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।অফিসিয়াল কাজের গণ্ডি পেরিয়ে পরিবেশ ও কৃষি জমি রক্ষায় মাঠ পর্যায়ে নুরুজ্জামান এখন এক অপ্রতিরোধ্য নাম। সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের প্রত্যক্ষ দিকনির্দেশনায় গত এক মাসে বালু মহাল ও মাটি দস্যুদের বিরুদ্ধে তিনি একের পর এক সফল অভিযান পরিচালনা করেছেন।অবৈধ বালু উত্তোলনের অপরাধে বিভিন্ন অভিযানে হাতে-নাতে ৫ জনেরও বেশি ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। যমুনেশ্বরী নদী সংলগ্ন এলাকায় অবৈধ বালু পরিবহনের দায়ে আজাহার নামে এক ব্যক্তির ট্রাক্টর আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।শিবপুর ব্রিজের কাছ থেকে নদী বিধ্বংসী বালু উত্তোলনের সময় মজনু মিয়া ও তার সহযোগীদের আটক করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।ময়েনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষি জমি রক্ষায় তার নিয়মিত টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাটি দস্যুদের মনে ত্রাসের সৃষ্টি করেছে।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, আগে ভূমি অফিসে কোনো কাজের জন্য দিনের পর দিন ঘুরতে হতো। এখন তহশীলদার মো. নুরুজ্জামানের আন্তরিকতায় সেই চিত্র বদলে গেছে। মানুষ এখন সম্মান ও দ্রুততার সাথে তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

বুজরুক সন্তোষপুর গ্রামের সেবাগ্রহীতা মফিজুল ইসলাম বলেন,আগে একটা নামজারী বা খাজনা দিতে গেলে অফিসের চেয়ে বাইরের দালালের সাথে বেশি কথা বলতে হতো। এখন নুরুজ্জামান সাহেব আসার পর আমরা নির্ভয়ে সরাসরি কাজ করতে পারছি।ময়েনপুরে এলাকার সেবাগ্রহীতা শাহাদত হোসেন বলেন,আগের যেকোনে সময়ের চেয়ে এখানের গ্রাহক সেবার মান অনেক  অনেক ভালো। বর্তমান তহশিলদার এসে নতুন অফিস ভবন করিয়ে নিয়েছেন, সেই সাথে তার অফিসকেও করেছেন  দালালমুক্ত।মোঘল কোর্ট এলাকার সেবাগ্রহীতা শাহজাহান আলী বলেন,যমুনেশ্বরী নদী থেকে বালু তুলে আবাদি জমি শেষ করে দিচ্ছিল প্রভাবশালীরা। নুরুজ্জামান সাহেব আসার পর তারা এখন দৌড়ের ওপর আছে। তার সাহসী ভূমিকা আসলেই প্রশংসার দাবিদার। এছাড়াও গ্রাহক ভোগান্তি কমাতে অফিস চত্বরে সরকার অনুমোদিত একটি ভূমি সেবা কেন্দ্রও স্থাপন করা হয়েছে, যেখানে উদ্যোক্তা শরিফুল ইসলাম নিয়মিত কারিগরি সহায়তা দিচ্ছেন।

বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বলেন, চাকুরি জীবনে কোনো অনিয়ম-দুর্নীতি ও মানুষকে হয়রানি না করার জন্য পারিবারিক ভাবে  শপথ নিয়ে এখানে নতুন চাকুরীতে যোগদান করেছিলাম। সেই শপথের মান সারাজীবনে বজায় রেখে সেবা প্রত্যাশীদের সেবা করে যাবো। সবার সহযোগিতা পেলে এভাবেই  চাকরি জীবনটাতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই। তাছাড়াও অনেক মানুষ অনৈতিক সুবিধা নেওয়ার জন্য নানা ভাবে নানান পরিচয়ে আমার অফিসে  আসেন। কিন্তু, এই সব সুবিধা দিতে রাজী না হওয়ায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে এই সেই অভিযোগ করেন। কুচক্রী মহল যতো ষড়যন্ত্রই করুক। আমি আমার সিদ্ধান্তে অটল আছি।কাউকে কোনোভাবেই সরকারি  অনৈতিক সুবিধা পাইয়ে দিবো না।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নুরুজ্জামানের বিরুদ্ধে আজ পযর্ন্ত কোনো অভিযোগ নাই। তিনি নিষ্ঠার সাথে সরকারি কাজ করেন। তিনি নিজ কাজে কোনো রকম গাফিলতি করেন না। দুর্নীতিমুক্ত ও আধুনিক ভূমি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth