২৯ আশ্বিন, ১৪৩২ - ১৫ অক্টোবর, ২০২৫ - 15 October, 2025

তারাগঞ্জে টিকটক ভিডিও করতে নদীর ব্রিজ থেকে লাফ দিয়ে আহত যুবক

আমাদের প্রতিদিন
2 years ago
579


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে নদীর ব্রিজের ওপর  থেকে লাফ দিয়ে টিকটক ভিডিও করা সময় কালাম হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছে। উপজেলার ইকরচালি ইউনিয়নের ইকরচালি গ্রামের শহিদুল ইসলামের পুত্র। জানাগেছে, আজ বৃহস্পতিবার সকালর ১১টার কালাম হোসেন তার ৩-৪জন সহপাটিকে নিয়ে এসে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনেশ^রী নদীর উপর বরাতি ব্রিজ নামক স্থানে কচুরিপানার জমাট বেঁধে যাওয়া স্থানে টিকটক ভিডিও করতে ব্রিজের ওপর থেকে নিচে কচুরিপানায় লাফ দেয়। কিন্তু জমাট বেঁধে যাওয়া কচুরিপানা শক্ত রুপেসহ সেখানে বাঁসের গোচ থাকায় গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন প্রথমে তারাগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কালামের অবস্থা গুরুত্বর হওয়ায় কত্যবরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার উপর দিয়ে একেঁ বেঁকে বয়ে যাওয়া রাক্ষুসে যমুনেশ^রী নদীর বরাতি ব্রীজে উজানের ঢলের পানিতে ভেসে এসে নদীর ডান দিকের এক বিরাট অংশ জুড়ে জমাট বেঁধেছে কচুরিপানা। সেই অংশে দিয়ে নদীর দুপারের বাসিন্দারা কচুরিপনার উপড় দিয়ে নিমেশেই হচ্ছেন নদীপাড়াপার। শুধু তাই নয়, কচুরিপানার ঘনত্ব বেশি হওয়ায় কিশোরেরা কচুরিপানার উপর ফুলবল খেলছে।আর সেই দৃশ্য দেখতে আশ-পাশের লোকজন এসে জড়ো হচ্ছেন। বর্তমানে সেখানে কোন রকম দুঘটনা এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে। এ ঘটনাচি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতী ব্রিজ নামক স্থানে। গতকাল বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ^রী নদীর ওপর নিমির্ত পরিত্যক্ত বরাতি ব্রিজসহ তার আশপাশে শত শত মানুষ ভির করছে। কচুরিপানার উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছেন লোকজন। শিশু কিশোরেরা ফুটবল খেলছেন, অনেকেই মাঝ নদীতে কচুরিপানার উপর দাঁড়িয়ে ছবি তুলছেন। স্থানীয় লোকজন জানায়, তিন দিন আগে সেখানে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা বরাতি ব্রিজের উত্তরপাশের প্রায় ৩০০ মিটার অংশে নদীর দুই তীরে জমাট বাঁধতে শুরু করে। পানির ¯্রােত কচুরিপানার উপর দিয়ে যেতে না পারায় কচুরিপানা নিচ দিয়ে বহমান থাকায় কচুরিপানা পানির ¯্রােতে নিচ দিয়ে তুলিয়ে যাওয়ায় জমাট বেঁধেছে। দর্শনার্থী হাড়িয়ারকুঠি গ্রামের আলফাজ আলী, তারাগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা কামনা রায়, চকতাহিরা গ্রামের আলতাফ হোসেন বলেন, ফেসবুকে দেখে ঘটনাটি দেখতে এসেছি। কচুরিপানার উপর দিয়ে কিভাবে হেঁটে যাওয়া যায় এটা বিরল ঘটনা এই প্রথম দেখলাম। দিনাজপুর বিরামপুর থেকে রংপুরের উদেশ্যে মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম, রোকন শাহ কোন দূরঘটনা হয়েছে এমন ভেবে যাত্রা বিরতি করা পর দেখতে পারেন অন্য রকম এক দৃশ্য। তারা বলেন, সত্যি অসাধারন। তারাগঞ্জ উপজেলঅ নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া জানান, ঘটনাস্থান পরিদর্শন করে কচুরিপানা অপসারনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে দায়িত্ব দেয়া হয়েছে। কোন রকম দুঘটনা এড়াতে সেখানে পুলিশ রাখা হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth