২৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ১৩ ডিসেম্বর, ২০২৪ - 13 December, 2024

কুড়িগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্মেলন

আমাদের প্রতিদিন
1 year ago
282


কুড়িগ্রাম অফিস:

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ সে: শুক্রবার কুড়িগ্রাম শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ  পুজা উদযাপন পরিষদের  কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি  সাবেক এমপি মো: জাফর আলী। 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাসটের ট্রাস্টি বীর মুক্তি যোদ্ধা উদয় শংকর চক্রবত্তী, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী গোপাল চন্দ্র রায়,  জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু অলক সরকার,  জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র রায়  প্রমুখ। বক্তরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পাশাপাশি ধর্মীয় সংখ্যা লঘু সম্প্রদায়ের  ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth