১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

ডিমলায় পুত্রের কোদালের কোপে পিতা নিহত

আমাদের প্রতিদিন
1 year ago
683


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী ডিমলায় পুত্রের কোদালের কোপে পিতা আব্দুল আজিজ (৭০) নামে এক  ব্যক্তি নিহত হয় । ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল নয়টার দিকে ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ  চাপানী ইউনিয়নের উত্তর সোনাখূলী মিলনপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক জামি জায়গা সংক্রান্ত জেড় ধরে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পার্শ্বে ভুট্টার জমিতে মারামারির ঘটনা ঘটে। নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার পিতা আব্দুল আজিজের মাথায় চোট দেয়। সেই চোটে আব্দুল আজিজ রক্তাক্ত গুরুতর হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরন করেন ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানায় অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, নিহত আব্দুল আজিজের পুত্র নুর ইসলাম ঘটনার পর পলাতক। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth