৬ মাঘ, ১৪৩১ - ২০ জানুয়ারি, ২০২৫ - 20 January, 2025

নাটোরের বিভিন্ন জুয়েলারী দোকানে বিএসটিআই’র অভিযানে জরিমানা আদায়

আমাদের প্রতিদিন
2 months ago
185


নিজস্ব প্রতিবেদকঃ

জেলা প্রশাসন,  নাটোর  ও বিএসটিআই  বিভাগীয় অফিস রাজশাহী এর সমন্বয়ে মঙ্গলবার আজ (২৯ অক্টোবর) মঙ্গলবার সকালে নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উক্ত আদালতে- *মেসার্স সুধা জুয়েলার্স, লালবাজার, সদর, নাটোর স্বর্ণের পরিমাপে নন মেট্রিক(ভরি) পদ্ধতি অনুসরণ করায়  'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। * মেসার্স জুনাইদ জুয়েলার্স, পিলখানা রোড, সদর, নাটোর একই অপরাধের জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, ডিসি অফিস, নাটোর । প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো: আবুল কায়েম, সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোসা: আলেয়া খাতুন, বিএসটিআই, রাজশাহী। একই এলাকায় অন্য মোবাইল কোর্টে মেসার্স * পার্থ এন্টারপ্রাইজ, বাগাতিপাড়া, নাটোর প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেলের (১২০০ কেজি) ভেরিফিকেশন সনদের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক জহুরা সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth