নাটোরের বিভিন্ন জুয়েলারী দোকানে বিএসটিআই’র অভিযানে জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদকঃ
জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর সমন্বয়ে মঙ্গলবার আজ (২৯ অক্টোবর) মঙ্গলবার সকালে নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত আদালতে- *মেসার্স সুধা জুয়েলার্স, লালবাজার, সদর, নাটোর স্বর্ণের পরিমাপে নন মেট্রিক(ভরি) পদ্ধতি অনুসরণ করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। * মেসার্স জুনাইদ জুয়েলার্স, পিলখানা রোড, সদর, নাটোর একই অপরাধের জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, ডিসি অফিস, নাটোর । প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো: আবুল কায়েম, সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোসা: আলেয়া খাতুন, বিএসটিআই, রাজশাহী। একই এলাকায় অন্য মোবাইল কোর্টে মেসার্স * পার্থ এন্টারপ্রাইজ, বাগাতিপাড়া, নাটোর প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেলের (১২০০ কেজি) ভেরিফিকেশন সনদের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক জহুরা সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।