৩০ আশ্বিন, ১৪৩২ - ১৫ অক্টোবর, ২০২৫ - 15 October, 2025

রাকসু নির্বাচন কোন হলে কত ভোট, কার কেন্দ্র কোথায় — জানুন বিস্তারিত

3 hours ago
18


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন যুগ পর ফের প্রাণ ফিরে পাচ্ছে ছাত্র রাজনীতি। দীর্ঘ ৩৫ বছর পর কাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। দুই দফা প্রচারণা শেষে এখন প্রার্থীরা অপেক্ষায় ভোটারদের রায়ের। ক্যাম্পাসজুড়ে এখন হিসাব-নিকাশ—কোন হলে কত ভোট, কার কেন্দ্র কোথায়!

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের রাকসু নির্বাচনে মোট ২৮,৯০১ জন বৈধ ভোটার, এর মধ্যে ছাত্রী ১১,৩০৫ এবং ছাত্র ১৭,৫৯৬ জন। প্রতিটি ভোটার ৪৩টি পদে ভোট দেবেন—এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৩টি, সিনেট প্রতিনিধি পদে ৫টি ও হল সংসদে ১৫টি। এক ভোট দিতে গড়ে সময় লাগবে প্রায় ১৪ সেকেন্ড; মোট ১০ মিনিটে শেষ করতে হবে পুরো ভোটপ্রক্রিয়া।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ৯৯৩ জন, শাহমাখদুম হলে ১৮০৯ জন, নাবাব আব্দুল লতিফ হলে ১১১৩ জন, আমীর আলী হলে ১২৩৩ জন, শামসুজ্জোহা হলে ১৩০৪ জন, হবিবুর রহমান হলে ২৪৪৬ জন, মতিহার হলে ১৮৭১ জন, মাদার বক্স হলে ১৮৭৪ জন, সোহরাওয়ার্দী হলে ১৮৮১, শহীদ জিয়াউর  রহমান হলে ১৯৬৩ এবং বিজয় -২৪ হলের ১৫৩৪ ভোট।

এছাড়া মেয়েদের ছয়টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোট জুলাই-৩৬ হলে, ভোটার ২৪৭২ জন। রহমতুন্নেসা হলে ১৭৬৬ জন, বেগম খালেদা জিয়া হলে ১২৭৫ জন, তাপসী রাবেয়া হলে ১২৪১, বেগম রোকেয়া হলে ২১৭৩ এবং মন্নুজান হলে ২৩৭৮ জন ভোটার রয়েছেন।

ভোটারদের কার ভোট কোন কেন্দ্রে

রাকসুতে এবার নয়টি ভবনে ১৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে,

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনটির উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এখানে ভোট দিবেন সবচেয়ে বেশী ৪৬৬৫ জন।

মমতাজ উদ্দিন কলা ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হল; ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনে ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হলের ২৩৭৮ ভোটাররা ভোট দিবেন।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ভোট দেবেন তিনটি হলের ভোটাররা। ভবনের পূর্ব-মধ্য গেট দিয়ে ঢুকে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হল, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং দক্ষিণ–পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের ৪২৮২ শিক্ষার্থীরা ভোট দিবেন।

এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনের ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হল এবং ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হলের ৪২৫৫ ভোটাররা ভোট দিবেন।

জামাল নজরুল বিজ্ঞান ভবনের সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আবদুল লতিফ হলের  ২৬৪৭ জন ভোটাররা দিবেন।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে শেরে বাংলা ফজলুল হক হল এবং ২০৮ নম্বর কক্ষে মতিহার হল; জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ২৮৬৪ জন ভোটাররা দিবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হলরুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হলরুমে শাহ মখদুম হলের ৩০৪২ শিক্ষার্থীদের ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth