১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

কালীগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারিদের দৌরাত্ম্য

আমাদের প্রতিদিন
1 month ago
193


কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার  সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গরু, ফেন্সিডিল,গাজা,ইয়াবা। জনবল সংকটের অজুহাতে পুলিশ,বিজিবি'র তৎপরতায় স্থবিরতার সুযোগে চোরাকারবারিদের দৌরাত্ম্য চরমে উঠেছে।

চোরাকারবারিদের অপতৎপরতা বন্ধের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সুশিল সমাজ গত ২ ডিসেম্বর লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ  দাখিল করেছেন।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঘোঙ্গাগাছ এলাকার মাদক চোরাকারবারি বিপ্লব মিয়ার বাড়িতে প্রকাশ্যে মাদক  সেবনকালে এলাকাবাসী বাধা দিতে গিয়ে দু'পক্ষের মধ্যে হামলা হয়।পরে, মাদক চোরাকারবারিদের  সংঘবদ্ধ হয়ে  গোলাম মোস্তফা নামের  প্রতিবাদকারীর বাড়িতে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ৪ জনকে কালীগঞ্জ  স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে  চিকিৎসা নেয়। পরে, ভুক্তভোগী গোলাম মোস্তফা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১২জনকে আসামি করে একটি এজাহার দাখিল করেন।

গণঅভিযোগ ও এজাহার সূত্রে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলা গোড়ল ইউনিয়নের বুড়িরহাট বিওপি সংলগ্ন ঘোঙ্গাগাছ এলাকার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের পুত্র বিপ্লব মিয়া(৩০), লাবলু মিয়ার (৩৫) বাড়িতে  ইয়াবা-ফেন্সিডিল, মাদক বিক্রয় করে আসছে। এতে এলাকার উটতি বয়সের যুব সমাজ বিপদগামী হয়ে নেশার  জগতে ঝুঁকে পড়ছে।  এসব বন্ধে এলাকাবাসী বাধা দিলে উল্টো তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখানোসহ জীবন নাশের হুমকি দেয়া হয়।

স্থানীয় গোড়ল ইউপি সদস্য  গাজী মন্ডল জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এসব বন্ধে পুলিশ- বিজিবি ও এলাকাবাসী একযোগে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

স্থানীয় শাহজাহান আলী জানান, বিপ্লবের বাড়িতে প্রতিনিয়তই অপরিচিত লোকজন আসে। তারা মাদক ক্রয় করে অন্যত্র নিয়ে যায়। প্রতিদিন তার বাড়িতে মাদক সেবনের আসর বসে এবং বিভিন্ন জায়গা থেকে নারী নিয়ে এসে পতিতা বৃত্তির মত ঘৃণিত অপকর্ম চালিয়ে যাচ্ছেন সংঘবদ্ধ চক্রটি।

সীমান্ত বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম কারী, নওদাবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক সহ এলাকাবাসীর দাবি, সা¤প্রতিক সময় বুড়িরহাট সীমান্ত এলাকা দিয়ে ব্যাপকহারে ভারত থেকে ফেন্সিডিল, ইয়াবা, গরু, হিরোইনসহ বিভিন্ন ব্রান্ডের মদ, পাচার হয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে। এসব চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এলাকার কতিপয় কিছু অসাধু লোক।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব অবৈধ কাজে সহযোগিতা দিয়ে আসছে স্থানীয় রাজনৈতিক পরিচয়ের কিছু অসাধু লোকজন। ফলে, এলাকার চোরাকারবারিদের সিন্ডিকেট চক্র বেপরোয়া হয়ে উঠেছে। চক্রটি   মাদক ও গরু পাচার, মাদক সেবন করিয়া সমাজিক পরিবেশ নষ্ট সহ উটতি বয়সের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ' আমি এ থানায় নতুন এসেছি। অভিযোগ পেয়েছি। মাদকের সাথে কোন আপোষ নয়। ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য গোড়ল ইউনিয়ন পুলিশ ফাঁড়ি ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে।'

মামলার বিষয়ে ফাঁড়ি ইনচার্জ মোস্তাবিন ইসলাম বলেন, ' মামলাটি  প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। '

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth