১৮ অগ্রহায়ণ, ১৪৩২ - ০২ ডিসেম্বর, ২০২৫ - 02 December, 2025

গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান দিলেন শিক্ষার্থীদের সংবর্ধনা

1 week ago
399


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হুদা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৫–এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বড়বিল ইউনিয়নের ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

চেয়ারম্যান শামসুল হুদা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রতিভা জাতি ও দেশের উন্নয়নের পথ প্রসারিত করবে। জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও নৈতিকতা ধরে রাখতে পারলেই সফলতা নিশ্চিত। আজকের এই অর্জন হবে ভবিষ্যতের বড় সোপান। তোমরা সুশিক্ষা ও সৎচরিত্রের মাধ্যমে সমাজ, পরিবার এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে—এটাই আমাদের বিশ্বাস। প্রযুক্তি, জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি মনোযোগী হয়ে তোমরা নিজেদের স্বপ্ন বাস্তবায়নে অটল থাকবে। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির এই সময়ে তোমাদের দায়িত্ব আরও বৃদ্ধি পায়, তাই নিজেকে সর্বোচ্চ যোগ্যতায় গড়ে তুলতে হবে।’

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিজান।

তিনি বলেন, ‘শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; এটি মানুষের চিন্তা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। তোমাদের এখন থেকেই লক্ষ্যভিত্তিক শিক্ষা গ্রহণ করতে হবে। নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সৃজনশীলতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করলে তোমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। জ্ঞানভিত্তিক বিশ্বে টিকে থাকতে হলে আত্মনিয়ন্ত্রণ, পরিশ্রম ও অধ্যবসায় অপরিহার্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুরিয়া শরিফ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব এবং ঠাকুরাদহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোকছেদুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সাফল্য উপস্থাপন করেন এবং অভিভাবকরাও গর্ব ও আনন্দে উচ্ছ্বসিত হয়ে অংশ নেন। বক্তারা মনে করেন, এমন উৎসাহমূলক আয়োজন তরুণ প্রজন্মকে আরও বেশি মনোযোগী, দায়িত্বশীল ও দেশগঠনে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভবিষ্যৎ জীবনে সফলতা ও নৈতিকতার পথে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি দোয়া ও শুভকামনা জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth