২২ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৬ ডিসেম্বর, ২০২৫ - 06 December, 2025

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধ মারধরের শিকার আহত ৫ থানায় অভিযোগ

1 day ago
54


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন আহত হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর কবিরেরপাড়া গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। এ বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন আব্দুল বাতেন।

অভিযোগ উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তফসিলভুক্ত এক একর ২০ শতক জমি নিয়ে কালু পাড়া ইউনিয়নের কালামেরতল নামক এলাকার মারুফুল ইসলাম(৩৫) ও মনোহার আলি (৩০) এর সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে তারাসহ ২৫ ৩০ জন লোক ভোগদখলীয় জমিতে ঢুকে সরিষা ক্ষেত নষ্ট করতে থাকে। এ সময় তিনি বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। ওই সময় তাদের ডাক-চিৎকারে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে গিয়ে জানা যায়, আব্দুল বাতেনসহ তার পরিবারের ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বদরগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth