রংপুরে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রংপুর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও নতুন মজুরি চুক্তি প্রকাশ করা হয়। আজ (১১ ডিসেম্বর) বুধবার সকালে নগরীর সুমি কামিউনিটি সেন্টারে সাধারণ সভায় রংপুর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জোবেদের পরিচালনায় ও সংগঠনের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান। আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিংকু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রতন রায়, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বুলেট মিয়া, প্রচার সম্পাদক সুমন, কার্যকরী সদস্য বিজয় প্রমুখ।