১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

কুড়িগ্রামের উলিপু‌রে ধরনীবাড়ী ইউপি চেয়ারম‌্যানসহ আ' লী‌গের ৩ নেতা গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
1 month ago
114


কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি:

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক ইউপি চেয়ারম‌্যানসহ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্প‌তিবার (১২ ডি‌সেম্বর) দুপু‌রে ধরনীবা‌ড়ি ইউনিয়‌নের বাম‌নের হাট বাজার থে‌কে ধরনীবাড়ী ইউপি চেয়ারম‌্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। তি‌নি উপ‌জেলা কৃষক লী‌গ নেতা ছি‌লেন ব‌লে জানা গে‌ছে।

এর আগে গত বুধবার রা‌তে পৌর শহ‌রের পাট হাঁটি থেকে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র খোরশেদ আলম লিটন (৪৪) ও গুনাইগাছ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম‌কে (৪০) গুনাইগাছ ইউনিয়‌নের নাগরাকুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বৃহস্পতিবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে  পাঠানোর আদেশ দেন। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth