গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় জেলা ডিবি'র অভিযানে ১ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। মহিদুল রংপুরের বদরগঞ্জ উপজেলার শংকরপুর মন্ডলপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মহিদুল লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে মোটরসাইকেল যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল।
গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র এসআই (নিরস্ত্র) অমিত পার্থ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূব ইচলী এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় মোটরসাইকেলের পিছনে বাম পাশের হুকে ঝোলানো ব্যাগের ভিতর সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় রক্ষিত ১ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, মহিদুলকে মাদক আইনের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।