সরকারি রাস্তায় দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় নারীকে মারধর

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে সরকারি রাস্তা দখল করে ইটের দেয়াল নির্মাণে প্রতিবাদ করায় কমলা খাতুন এক নারীকে মারধর করা হয়েছে। সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে ওইদিন বিকেলে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ওই নারী।
অভিযুক্তরা হলেন, রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার তাজুর উদ্দিনের ছেলে সৈয়দ জামাল (৬৫) ও তার ছেলে মাইদুল হক (৩৫)।
প্রতিকার চেয়ে শুক্রবার দুপুরে ভুক্তভোগি কমলা খাতুন অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন থেকে তার বাড়ি থেকে হাবিবুর মাষ্টারের বাড়ি পর্যন্ত সকাররি রাস্তায় চলাচল করে আসছেন ওই এলাকার মানুষ। বৃহস্পতিবার হঠাৎ করে ওই রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হক।
এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ সময় নির্মাণ কাজে বাধা দিতে গেলে তাকে মারধর করেন তারা। তখন ওই নারীর বাম হাত ফেটে যায়। ছিড়ে ফেলা হয় পড়নে থাকা কাপড়। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা বলেন, এর আগেও ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করা হয়েছে। এরপরও বৃহস্পতিবার ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করেন তারা।
রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, এ ধরনের অভিযোগ পায়নি। পেলে বিষয়টি দেখা হবে বলে জানান।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।