৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নারী নিহত

1 week ago
62


আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার  রাত তিনটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫২)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বামী বাড়ীতে না থাকায় নিজ ঘরে একাকি ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত তিনটার দিকে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ উপরে পড়ে ছকিলা বেগমের ঘরের উপর। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে নিহত হন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের উপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth