৯ বৈশাখ, ১৪৩২ - ২২ এপ্রিল, ২০২৫ - 22 April, 2025

পাটগ্রামে এসএসসি পরীক্ষায় পক্সি পরীক্ষা দিতে এসে একজন আটক

6 days ago
55


পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চলতি এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে  মঙ্গলবার  টিএন হাইস্কুলও কলেজ কেন্দ্রে  ইংরেজী ১ম পত্র  পরীক্ষা দিতে এসে পক্সি পরীক্ষার্থীকে কে আটক করেন হল পরিদর্শক।

উক্ত পক্সি পরীক্ষার্থী  পাটগ্রাম উপজেলার কালীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিযরাতুন নেছা (১৫) পিতা হাফিজুর রহমান গ্রাম গুরুপাড়া কালীরহাট এর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন বলে জানা যায়।

 আটক পক্সি পরীক্ষার্থীকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। 

কেন্দ্র সচিব মমিনুল হক কোয়েল পক্সি পরীক্ষার্থী আটকের বিষয়ে বলেন মেয়ে পরীক্ষার্থী জন্য অর্থ দন্ড করে ছেড়ে দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান  একজন পরীক্ষার্থীর পরিবর্তে আর একজন এসেছিল তাকে আটক করে অর্থ দন্ডে দন্ডিত করা হয় এবং প্রকৃত পরীক্ষার্থী তাকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth