ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে গঙ্গাচড়ায় মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি গঙ্গাচড়া উপজেলা শাখা। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে ১ ঘন্টা দোকান বন্ধ করে মানববন্ধন করেন তারা। এতে ভোগান্তির শিকার হয়েছেন রোগী ও তাদের স্বজনরা।
মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গঙ্গাচড়া শাখার সভাপতি সাইফুল আলম, সহসভাপতি সেলিমুজ্জামান সুজন, সদস্য ফারুক, চন্দন কুমার, কালাম, ওষুধ ব্যবসায়ী মুকুল, আনার, হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমাদের চারটা দাবি হলো ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রæত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা। এগুলো যদি পূরণ না হয় তাহলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।