৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ - ১৩ জুন, ২০২৫ - 13 June, 2025

বেরোবির শ্রেণীকক্ষ সংকট দূর করতে একাডেমিক ভবন সম্প্রসারণ

1 week ago
41


বেরোবি প্রতিনিধি :

গত ১৬ বছরে চরম শ্রেণীকক্ষ সংকটের মধ্যে পাঠদান হয়েছে রংপুরের বাতিঘর খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এক বিভাগের শ্রেণীকক্ষ ধার নিয়ে ব্যবহার করেছে অন্য বিভাগ। শ্রেণীকক্ষ ফাঁকা না পেয়ে নানা সময়ে মাঠে পাঠদান করেছেন শিক্ষকেরা। ৪টি একাডেমিক ভবনে ২২ বিভাগের জন্য শ্রেণীকক্ষ বরাদ্দ মাত্র ২/৩টি করে।

২৪ - এর জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের অধ্যাপক ড. মো: শওকাত আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১ হাজার ৮০ কোটি টাকার পরিকল্পনা প্রস্তাব করেন।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (০৩ জুন, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। আনুষ্ঠানিক এই কাজের উদ্বোধনের মাধ্যমে একাডেমিক ভবনটিকে বর্তমান চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

এ সময় উপাচার্য বলেন, "শ্রেণীকক্ষ সংকট দূর করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভবনটির সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। একাডেমিক ভবন-১ এর মতোই একাডেমিক ভবন-২ ছয় তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একটা সন্তোষজনক পর্যায়ে আনার জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। "

নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ, ঠিকাদারী প্রতিষ্ঠান পারভেজ কনস্ট্রাকশনের সংশ্লিষ্টরাসব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth