পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে ।
শনিবার দুপুরে মহিলা কলেজ রোডের সুন্দরীমোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার কেউটগাঁ জয়কুর গ্রামের মৃত ক্ষীর বকোশের ছেলে। স্থানীয়রা জানায়, শফিকুল ভ্যান নিয়ে পীরগঞ্জে আসতেছিল সুন্দরীমোড়ে পৌচালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শফিকুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জন্য নিয়ে আসলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।