কিশোরগঞ্জে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
আপনারা সাংবাদিক ভাইয়েরা ন্যায়ের পক্ষে লিখবেন, অন্যায়ের বিরুদ্ধে লিখবেন, সত্য কথা, সত্য ঘটনা তুলে ধরবেন। বুধবার(১১ জুন) সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকগণের সাথে মতবিনিময়কালে একথাগুলো বলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
কিশোরগঞ্জ প্রেস ক্লাবে মতবিনিময় সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নীলফামারীর সভাপতি কাজী আব্দুল মালেক শাহ্, নীলফামারী জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য প্রভাষক মোঃ ছাদের হোসেন, রংপুর মহানগর বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি মোঃ নুরুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী মোঃ ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন প্রমুখ।
এ সময় প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, খোলা কাগজের মাফি মহি উদ্দিন, আজকের পত্রিকার সিএসএম তপন, দৈনিক আমাদের প্রতিদিন বিপিএম জয়সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।