নীলফামারীর ডিমলায় জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে নিহত-১

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন মোফা( ৫৭) নামের একব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বলাপাড়া গ্রামে। এ ঘটনায় ডিমলা থানায় ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায় , নিহত ব্যক্তি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র।
গত সোমবার (৩০জুন) বিকাল ৫টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত সিরাজুল ইসলামের ছেলে নাঈম ( ২২) এর জমির সীমানা নির্ধারণ করা হয় । উক্ত সীমানা নির্ধারনকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নাঈম ও তার দলবল মোফাজ্জল হোসেন মোফাকে এলোপাতাড়ি আঘাত করলে মোফাজ্জল হোসেন মোফা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
পুলিশ মোফাজ্জল হোসেন মোফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরগে প্রেরণ করেছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন মোফার ছেলে শাহজাহান আলী বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতের পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনায় জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।