পীরগাছায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ৫জন সদস্য গ্রেফতার

নির্মল রায়:
রংপুরের পীরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার দিবাগত রাতে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)কে ৩টি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় হাতেনাতে গ্রেফতার করেন এবং চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করেন। উভয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে মোটরসাইকেল চোরচক্রের সহযোগী গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলী’র ছেলে মামুন মিয়া (৩০) এবং পশ্চিম মান্দুয়াপাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া (৩০)কে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায় গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। আটককৃতদের বিরুদ্ধে পীরগাছা থানায় মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। বর্তমানে এই অভিযান অব্যাহত আছে।