৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

রংপুর সদরের হাটবাজারে বেড়েছে কাঁচামরিচের দাম

1 week ago
88


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর সদর উপজেলা বিভিন্ন হাটবাজারে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম৷ এদিকে সদর উপজেলা পাগলাপীর,হরকলি হাট,শিবের বাজার, পালিচড়া বাজার, শ্যামপুর বাজার, মুন্সিরহাট, মমিনপুর বাজার,পানবাজার, গুঞ্জিপুর বাজার, শলেয়াশ বাজার, নেকিরহাট, লাড়িরহাট, খারুয়াবাধা, তবাজার, সহ বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে৷ ব্যবসায়ীরা বলেন আমাদেরকে বেশি দরে কিনতে হচ্ছে কাঁচামরিচ৷ মূল্য বেড়ে যাওয়ায় বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর মানুষের অনেক কষ্ট হয়ে গেছে৷ এদিকে বেড়েছে কাঁচামরিচ সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম৷

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth