ক্যাব রংপুর জেলা ও মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রংপুর জেলা ও মহানগর কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রংপুর নগরীর খাসবাগ এলাকায় জেলা কার্যালয় অফিসে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় ক্যাব রংপুর জেলার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, রংপুর মহানগর কমিটির সভাপতি দিলিপ কুমার, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, মহানগর কোষাধ্যক্ষ আলম হোসেন, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম মানিক, কার্যকরি সদস্য হুমায়ুন কবির মানিক ও রেজাউল করিম জীবন। সভায় ক্যাব জেলা ও মহানগরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন। সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আরো কিভাবে ক্যাবের কার্যক্রম গতিশীল করা যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।