২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

“দুর্নীতিগ্রস্ত রাবি ভিসির চেয়ার টেনে পদ্মায় ফেলে দিন” —ছাত্রদল সভাপতি রাহীর আহ্বান

4 months ago
271


রাবি প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীবকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন নবনির্বাচিত ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, “এই উপাচার্য কত টাকা কমিশন খেয়ে সুপারিশ দিয়েছেন তা শিক্ষার্থীরা জিজ্ঞেস করুক। যদি এটা সত্যি হয়, তাহলে তার চেয়ার টেনে পদ্মা নদীতে ফেলে দেওয়ার আহ্বান জানাই।”

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নতুন কমিটি গঠন উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

রাহী আরও বলেন, “আমরা বরাবরই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছি। কিন্তু বর্তমান উপাচার্য প্রশাসন পরিণত হয়েছে কমিশন বাণিজ্যের হোতায়। তথাকথিত ছাত্রনেতাদের ব্যবহার করে ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নামে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্ন আজ শিক্ষার্থীদের।”

ভিসিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার দায়িত্ব শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, না কি ছাত্রনেতাদের পকেট ভারী করা—এটা পরিষ্কার করতে হবে।”

রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদলের ভদ্র আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। রুয়ার মতো রাকসু দখলের চেষ্টা করা হলে আমরা প্রতিরোধ গড়বো। ষড়যন্ত্রমূলক কোনো রাকসু নির্বাচন হতে দেব না।”

এ সময় সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, “ছাত্রদলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই রাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে। এটা একতরফা সিদ্ধান্ত। আমরা উপাচার্যকে বলছি, ছাত্রদের সঙ্গে বসুন, সম্মান দেখান। একগুঁয়েমি করলে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে পারবেন না।”

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে ছাত্রদল। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহানগর শাখার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth