২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

নীলফামারীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

3 months ago
184


নীলফামারী প্রতিনিধি:

‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভুমিকা’ শীর্ষক কর্মশালা শনিবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় নীলফামারী জেলা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক দফতরের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ^াস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বণিক, প্রকল্পের প্রকল্প পরিচালক শ্রীকান্ত কুমার চন্দ ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সম্পা দেব ও রেডিও সারাবেলার উপস্থাপক বোরহান কবীর বাঁধন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার বলেন, সারাদেশের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্রগুলো শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা পালন করছে।

শিশুদের বেড় উঠা ও তাদের পাঠদানে মনোনিবেশ করতে কেন্দ্রগুলোতে মানসম্মত শিক্ষা দেয়া হচ্ছে। আগামীতে কেন্দ্রগুলো আরো সক্রিয় করণ, পড়াশোনার মানোন্নয়নে সরকার নানা চিন্তা ভাবনা করছে।পরে দলগত ভাবে কেন্দ্রগুলোর মানোন্নয়নে সুপারিশ মালা উপস্থাপন করা হয়।

কেন্দ্র মনিটরিং কমিটি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিসহ দেড়’শ জন কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth