গঙ্গাচড়ায় বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ আটক- ১

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ৫টি গাঁজা গাছসহ আব্দুল বারী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আব্দুল বারী ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলার গজঘন্টা ইউনিয়নের রাজবল্লব বাঁধের পাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আল এমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রাজবল্লভ গ্রামে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার চাষ হয়েছে। এ সংবাদের ভিত্তিতে এসআই শামিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুল বারীকে আটক করে। পরে তার বাড়ির আঙ্গিনায় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।