৩ কার্তিক, ১৪৩২ - ১৮ অক্টোবর, ২০২৫ - 18 October, 2025

কু‌ড়িগ্রামে পুশইনের সময় বিজিবি'র হাতে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

20 hours ago
57


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের সময় ১১জন রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ১৭ অ‌ক্টোবর সকা‌ল ৬টার দি‌কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হ‌লেন, কক্সবাজারের কলাতলী গ্রামের রফিউলের পুত্র রবিউল আলম (২০),ইসমাইল হোসেনের স্ত্রী আমেনা বেগম(২৮),পুত্র আজিজ (১৫),

মোহাম্মদ আবু (৭),কন্যা শাফা (৬),রিফা(৯),নুর আলমের স্ত্রী রেজিয়া (২১), কন্যা নুর শাহিদা (২)।মৃত আলতাফ হোসেনের পুত্র ইমাম হোসেন (৪৮),আব্দুল মালেকের পুত্র শফিউল্লাহ (১৮),মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ নবী হোসেন (১৫)।

বিজিবি,পুলিশ, ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকাল ৭টার দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত রেখা ১০১১ পিলার বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে তারা

 সোনাহাট স্থলবন্দর-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়,এক বছর পূর্বে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে যায় বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন,তারা রো‌হিঙ্গা কি না যাচাইবাছাই চল‌ছে। প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তারা রো‌হিঙ্গা কি না যাচাইবাছাই চল‌ছে। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth