৩ কার্তিক, ১৪৩২ - ১৮ অক্টোবর, ২০২৫ - 18 October, 2025

২য় দিনের মতো ২৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

1 day ago
43


নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করার লক্ষ্যে রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপি ২য় দিনের মতো নির্বাচনী মিছিল করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী মিছিলটি ২৮ নং ওয়ার্ডের কামারের মোড়ে মিছিলটি শুরু হয়ে চিনিয়াপাড়া, এরশাদ নগর, ঢাকাইয়াপাড়া, চকবাজার হয়ে ছালামের মোড়ে গিয়ে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মিয়া, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক কচিম মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক নুরুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিনিয়র সদস্য মহিবুর রশিদ শাহিন, সাইদুর ইসলাম সুইট, মোঃ ফজলু মিয়া কোনা কাটুসহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের‌ নেতাকর্মীরা।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী করার লক্ষে আমরা সকলকে একত্রিত করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের এ প্রচরণা চলতে থাকবে নির্বাচন পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে অবশ্যই এমপি হিসেবে বের করে নিয়ে আসবো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth