চুরি হওয়া মোটরসাইকেল ৩৬দিন পর উদ্ধার, গ্রেপ্তার-২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চররাজিবপুর এলাকার চোর চক্রের আরেক সদস্য তারেক মিয়ার বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বদরপুর গ্রামের মৃত জিয়ারুল হকের ছেলে রাসেল মিয়া (২২) একই উপজেলার মরিচাকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ মিয়া (২৪)।
শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী আবু সাইদ জানায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আবু সাইদ তার ব্যবসার কাজ শেষে খাবার খাওয়ার জন্য তার বাড়ির পাশে চৌরাস্তায় ১টি টিভিএস এপাসি মোটরসাইকেল রেখে যান। পরে খাবার শেষে এসে দেখতে পান মোটরসাইকেল ওই স্থান থেকে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া কর্তিমারী বাজারের নাজিম দৌলা ব্যবসায়ী দোকানের সিসি ক্যামারার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করা হয়।
পরে ভুক্তভোগী আবু সাইদ রৌমারী থানায় এসে দুইজনের নাম উল্লেখ করে চুরির অভিযোগ এনে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে রৌমারী থানায় আনা হয়।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক কালবেলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে এজাহারনামীয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চররাজিবপুর থেকে হারিয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা।
তিনি আরও বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে জানান।