রংপুরে শিশু-কলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর কুটিরপাড়া এলাকায় অবস্থিত শিশু-কলি প্রি-ক্যাডেট স্কুল, শিবরাম আয়োজিত “বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিযোগিতার বিষয় ছিল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিকতর গুরুত্বপূর্ণ ।
প্রতিযোগিতায় অংশ নেয় নবম শ্রেণি বনাম দশম শ্রেণির দুটি দল। শিক্ষার্থীরা তাদের উপস্থাপনায় যুক্তি, পরিসংখ্যান ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশ্লেষন ও কার্যকর হাতিয়ার হিসেবে তুলে ধরে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিশু-কলি প্রি-ক্যাডেট স্কুল, শিবরাম পরিচালক ও অধ্যক্ষ জনাব আব্দুল খালেক সরকার।
তিনি বলেন, “দুর্যোগ মোকাবেলায় সরকার যত উদ্যোগই নিক, যদি জনগণ সচেতন না হয়, তবে কাঙ্খিত ফল পাওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের এমন চিন্তাশীল আলোচনা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক এশরাফুল হক রকি । তিনি বলেন, “বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিচারকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মারুফ হোসাইন, মিলন মিয়া । শিক্ষার্থীদের যুক্তিনির্ভর বক্তব্য ও সুন্দর উপস্থাপনার প্রশংসা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।