১১ কার্তিক, ১৪৩২ - ২৭ অক্টোবর, ২০২৫ - 27 October, 2025

ঠাকুরগাঁওয়ে বেকার নারী-পুরুষদের ৪ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন সাবেক সচিব

8 hours ago
21


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার নারী-পুরুষদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণে চারটি ট্রেডে অংশ নিচ্ছেন ১০০ জন প্রশিক্ষণার্থী।

শহরের শান্তিনগর এলাকার ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এডিবির অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইড়ি)-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ি হচ্ছে।

রোববার প্রশিক্ষণ কার্যক্রমটি পরিদর্শন করেন সরকারের সাবেক সচিব ও সিসিপ–রিহ্যাব প্রোগ্রামের চীফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, দেশের বেকার ও কর্মহীন জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। এখানে চারটি বাস্তবমুখী ট্রেডে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রেডগুলো হলো— প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, ম্যাসনরি অ্যান্ড স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।

পরিদর্শনকালে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সেন্টারের ইনচার্জ ও কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম তুষার, কোর্স কো-অর্ডিনেটর উত্তম কুমার শর্মা এবং সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দ। পর্যবেক্ষণ শেষে প্রধান অতিথিকে প্রশিক্ষণ কার্যক্রমের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth