রংপুরের মেয়েরা কিশোরগঞ্জকে ৯-০ গোলে হারালো

নিজস্ব প্রতিবেদক:
জেএফ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশীপে কিশোরগঞ্জকে ৯-০ গোলে হারিয়ে জয় পেয়েছে রংপুরের মেয়েরা।আজ শুক্রবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফুটবলের এই খেলায় রংপুর মহিলা ফুটবল দল ৯-০ গোলে কিশোরগঞ্জ মহিলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে।
দলের সহকারী কোচ মিলন মিয়া জানান, রংপুরের পক্ষে ৮ নাম্বার জার্সি রিসিতা রুবাইয়া ১০, ১৮ ও ২৪ মিনিটে ৩টি গোল করে, ১৩ নাম্বার জার্সি আদরী ১২ ও ৪০ মিনিটে ২টি গোল করে, ৯ নাম্বার জার্সি জান্নাতি খাতুন ৪৪, ৫০, ৫৩ ও ৫৭ মিনিটে ৪টি গোল করে । মিলন মিয়া বলেন, আঞ্চলিক পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে রংপুর জেলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠে। চূড়ান্ত পর্বের প্রথম খেলায় কিশোরগঞ্জকে ৯-০ গোলে হারিয়েছে। আগামী রবিবার দ্বিতীয় ম্যাচ ফেনী জেলার সাথে অনুষ্ঠিত হবে।