৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

তারাগঞ্জে নিখোঁজের ৯দিনপর ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩

আমাদের প্রতিদিন
1 week ago
404


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৯দিন পর হাবিবুর রহমান হাবিব (২৩) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ  শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলার জোড়া ইটভাটার পাশের ডোবায় কচুরীপানার ভিতরে বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের ফাজিলপুর বানিয়াপাড়া গ্রামের ওহেদ আলীর ছেলে ইজিবাইক চালক হাবিবুর রহমান হাবিব গত ৩১ আগস্ট ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেও ওইদিন রাতে আর বাড়িতে ফেরেননি। হাবিবুরের পরিবারের লোকজন কয়েকদিন থেকে আত্বীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর হাবিবুরের খোঁজ না পেয়ে বিষয়টি গত ৪ সেপ্টেম্বর তারাগঞ্জ থানায় অবগত করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও সোর্সসের সহায়তায় একই ইউনিয়নের দোয়ালাপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুল রহমান (২৩), ও সোহাগ হোসেন (৩৫) কে গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের পর ঘাতকরা স্বীকার করলে পুলিশ তাদের ঘটনাস্থানে নিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যে পুলিশ তাদের সাথে নিয়ে গিয়ে আজ শনিবার সকাল ১০ টায় ফাজিলপুর ডাঙ্গার দোলা জোড়াভাটা  পাশে ডোবা থেকে কচুরীপানার ভিতর থেকে ইজবাইক চালক হাবিবুরের মরদেহ উদ্ধার করেন। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ আবু আশরাফ সিদ্দিকী জানান, হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানকে তার পরিবার জানালে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ও সোর্সদের মাধ্যমে সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাবাদে ঘাতকরা স্বীকার করেন যে হাবিবুরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে জোড়া ভাটার ডোবার কচুরীপানার ভিতরে রেখে দিয়ে হাবিবুরের ইজিবাইকটি তারা তারাগঞ্জের এক ব্যক্তির নিকটে ৪০ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা তারা ভাগ করে করে নিয়ে গাঁ ঢাকা দেয়। এই হত্যাকান্ডের সঙ্গে আরো কয়েকজন জড়িত আছেন বলে তিনি সাংবাদিকদের জানান।  

 

 

সর্বশেষ

জনপ্রিয়