১০ চৈত্র, ১৪২৯ - ২৪ মার্চ, ২০২৩ - 24 March, 2023
amader protidin

একটা সিনেমা হলেও করতে চান ফারিয়া

আমাদের প্রতিদিন
1 week ago
36


বিনোদন ডেস্ক :

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল দেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠান। এদিন এ আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তরা স্বভাবতই প্রশংসায় ভাসছেন। আর তা দেখে হিংসা হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিনের। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন কথাই জানান তিনি।

ফারিয়া জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়া দেখে খুব হিংসা লাগলো। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য হলেও অন্তত একটা সিনেমা করতে চাই।

একটা সিনেমা হলেও করতে চান ফারিয়া

অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লিখেন, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, একটু না হয় দেখি। তবে যারা পুরস্কৃত হয়েছেন, মজা করলেও তাদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি ফারিয়া শাহরিন। লিখেছেন, যারা পুরস্কৃত হয়েছেন, তারা কতো ভাগ্যবান। হিংসা লাগলেও যারা পেয়েছেন, তাদের জন্য শুভ কামনা। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন।

সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি

 

সর্বশেষ

জনপ্রিয়