১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

সাংবাদিক কাজীনুরুল ইসলামের স্মরণ সভা

আমাদের প্রতিদিন
10 months ago
279


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মরহুম কাজী নুরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে ক্লাবহল রুমে এই স্মরণ সভা হয়।

স্মরণ সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক ও জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌরমেয়র ইকরামুল হক, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, থানা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, আ’লীগ নেতা ও বিশষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান নান্নু, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক অনিছুর রহমান আনিস, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরনবী চঞ্চল, পীরগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, কোষাধক্ষ দেলোয়ার হোসেন দুলাল, সাহিত্য সম্পাদক বাদল হোসেন, সিনিয়র সাংবাদিক ফজলুল কবির ও দীপেন্দ্র নাথ রায়, সাংবাদিক মুনসুর আহম্মেদ, জিয়াউল্লাহ রিমু ও আবুতারেক বাঁধন প্রমুখ। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি বুলবুল আহম্মেদ সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, মামুনুর রশীদ মামুন, তারেক হোসেন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও মহুমের পরিবারে আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উলেক্ষ্য গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে দিনাজপুর ইসলামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়