২০ আশ্বিন, ১৪৩১ - ০৫ অক্টোবর, ২০২৪ - 05 October, 2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃরংপুর ১ আসনে ১২ জনের মনোনয়ন দাখিল

আমাদের প্রতিদিন
10 months ago
380


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া-রংপুর সিটির ১-৮ ওয়ার্ড) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে ১২ জন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মসিউর রহমান রাঙা, জাতীয় পার্টির মনোনীত সাবেক এমপি এইচএম আসিফ শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,স্বতন্ত্র প্রার্থী

যুক্তরাজ্যের লাইম হাউস আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিভার্সিটি ওয়েস্ট অফ ইংল্যান্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুম আলী,  স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম,বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শ্যামলী রায়, এনপিপি'র হাবিবুর রহমান, ওয়াকার্স পার্টির বখতিয়ার রহমান, জাতীয় সাংস্কৃতিক মুক্তিজোটের সাকলাইন প্রামানিক সবুজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী  মোশাররফ হোসেন ও তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এই তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিলের আগে সকাল থেকে প্রার্থীদের সমর্থকরা ঢাক-ঢোল পিটিয়ে উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth