২০ আশ্বিন, ১৪৩১ - ০৫ অক্টোবর, ২০২৪ - 05 October, 2024

বিটিভির নিয়মিত শিল্পী হলেন চিলমারীর আনোয়ারুল ও মজনু

আমাদের প্রতিদিন
8 months ago
546


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)তে নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে পৃথক বিভাগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার শিল্পি মো.আনোয়ারুল ইসলাম ও মো.মহব্বত আলী মজনু।

জানা গেছে,বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)তে গান পরিবেশনের লক্ষে প্রতি ৫বছর পর শিল্পি তালিকাভূক্ত করতে অডিশন নেয়া হয়। এ বছরের তালিকাভূক্তি অডিশনে উপজেলার থানাহাট ইউনিউনের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ছেলে মো.আনোয়ারুল ইসলাম বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন। অপর দিকে উপজেলার থানাহাট ইউনিউনের শামসপাড়া এলাকার বাসিন্দা মৃত জুড়ান আলীর পুত্র মো.মহব্বত আলী মজনু আধুনিকা গানে বিটিভিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ বেতারের আধুনিক গানের নিয়মিত কন্ঠশিল্পী হিসেবে রয়েছেন।

স্থানীয় মাইদুল ইসলাম বলেন,শিল্পীরাই ইতিহাস এবং ঐতিহ্যকে সবচেয়ে বেশি ধারণ করে। আপনারা যারা শিল্পী আছেন চিলমারীকে বিশেষ করে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে সবার সামনে তুলে ধরার দায়িত্ব আপনাদের।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth