২০ আশ্বিন, ১৪৩১ - ০৫ অক্টোবর, ২০২৪ - 05 October, 2024

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন মায়া

আমাদের প্রতিদিন
6 months ago
920


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় ঈদের কেনাকাটা করে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী ও অটোবাইক চালকের তিন পরিবারের প্রত্যেককে একলাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। নিহতরা হলো, উপজেলার কুর্শা ইউনিয়নের পুর্ব চান্দঘাট গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই গ্রামের মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ জনু (১৪) এবং বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের অটোচালক রবিউল ইসলাম (৩২)। ০৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মায়া গ্রপের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের এসব টাকা নিহত তিন পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এ রাজনীতিবিদ। তিনি সুখে দুঃখে পরিবার তিনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, বাল্পাাড়া ইউনিয়ন আয়োম্যারীলীগের সভাপতি আনছার আলী, সম্পাদক ময়িময়ার রহান উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ। প্রসঙ্গত, বুধবার (০৩ এপ্রিল) রাত ১১ টার দিকে রংপুর মহানগরের নব্দীগঞ্জ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নাবিল পরিবহনের ঢাকাগামী বাস ও ব্যাটারী চালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী ও অটোচালক নিহত হন। এসময় গুরুত্বর আহত হন আরও দুইজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই রংপুর শহরে ঈদের কেনাকাটা করে বাড়ী ফিরছিলেন।  

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth