১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

ফুলবাড়ীতে শোভিত বৃক্ষের চারা রোপন উদ্ধোধন

আমাদের প্রতিদিন
3 months ago
580


আব্দুল আজিজ মজনু:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাটিকে ফুলে ফলে ভরিয়ে তোলা এবং নানান শোভিত বৃক্ষের সমারোহ সৃষ্ঠির লক্ষ্যে "গাছ লাগাই ফুলবাড়ী সাজাই" উদ্যোগের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার। এসময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক, উপসচিব মোঃ ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন, ছাত্র—ছাত্রী, শিক্ষক, উদ্দে্যাগী তরুন, যুবক, বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ব্রাক মোড় এলাকায় কৃঞ্চচুড়ার চারা রোপনের মধ্যদিয়ে এর উদ্ধোধন করা হয়

আয়োজকরা জানিয়েছেন, নানান শোভিত বৃক্ষের সমারোহে এ উপজেলার প্রতিটি রাস্তা হবে বিমোহিত ফুলের সৌন্দর্যে দর্শনীয়। ফুলের বৈচিত্র জানিয়ে দিবে এটি ফুলের সুবাসের ফুলবাড়ী। হবে নাম করণের স্বার্থকতা। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুন ব্যানার জানিয়ে দিবে “গাছ লাগাই ফুলবাড়ী সাজাই”। এসময় তারা নিজের ও প্রজন্মের জন্য টেকসই সবুজ সৌন্দর্য ও পুষ্টি নিশ্চিত করতে এগিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এছাড়াও রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম,বারি জাতের আম, স্থানীয় সুস্বাদু জাতের আমের চারা রোপন করা হবে উপজেলাটির প্রতিটি বাড়ীতে। উপজেলার প্রধান প্রধান সড়কের পাশে রোপন করা হবে কৃষ্ণচুড়া, জারুল, শিমুল, রাধাচূড়া, অশোক, নাগেশ্বর, রুদ্রপলাশ, হিজল, তমাল, শ্বেত শিমুলসহ সৌন্দর্য বর্ধক বৃক্ষের। সেক্ষেত্রে জায়গার নাম ও মাটির গুনাগুন বিবেচনায় নেওয়া হবে।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার। এসময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক, উপসচিব মোঃ ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর (সাবেক) উপ—প্রধান চিকিৎসা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম সাউদ, ঢাকা ১২ কর অঞ্চল এর উপ—কর কমিশনার মিজানুর রহমান উল্ল্যাস, সোনালী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল লতিফ সরকার, গণপূর্ত বিভাগ পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিঠু, মেঘবাড়ী হাউজিং, রংপুর এর চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন।

সর্বশেষ

জনপ্রিয়