১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে-এটি তার সাংবিধানিক অধিকার কুড়িগ্রামে প্রধান বিচারপতি

আমাদের প্রতিদিন
2 months ago
83


কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে,এটি তার সাংবিধানিক অধিকার বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সে যখন বিচারাঙ্গনে আসে এদিকে সেদিকে ঘোরা ঘুরি করে। বসার কোন স্থান ছিল। সেজন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি দুদিক থেকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয়। বিচারপ্রার্থী মানুষের কষ্ঠ লাঘবের জন্য আজকে এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটি চালু হলো। বুধবার ২২ মে সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীগণের জন্য নব নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন কালে তিনি এসব বলেন।

তিনি ফলক উন্মোচন করে ফিতা কেটে ন্যাকুন্জে প্রবেশ করেন এর পর কোর্ট চত্বরে গাছ রোপণ করেন।

এসময় হাইকোট বিভাগের বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নূরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন,  জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ বিচারকগন, আইনজীবী,সরকারি কর্মকর্তা, সাংবাদিক  উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়