১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

তাঁত শিল্পকে আমরা ধ্বংস হতে দেব না-গঙ্গাচড়ায় বস্ত্র ও পাটমন্ত্রী-নানক

আমাদের প্রতিদিন
2 months ago
180


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের এ বিষয় (গঙ্গাচড়ার তাঁত) নিয়ে কোন ধারণা ছিল না। ধারণা দিয়েছেন ঢাকায় বসে, সংসদে বসে আপনাদের এমপি আসাদুজ্জামান বাবলু। এবং শুধু ধারণাই দেননি তিনি আমাদেরকে এই এলাকায় এনেছেন, আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা বুঝতে পেরেছি। আমরা এই বেনারসি তাঁত শিল্পকে ধ্বংস হতে দেব না। এসময় তিনি তাঁত মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বাজারের প্রতিযোগিতায় আপনারা হেরে যাচ্ছেন। কারণ তিন দিন কষ্ট করে একটা শাড়ি তৈরি করেন। আর যারা সেমি অটো তাঁত চালায়, তারা এক দিনে তিনটা শাড়ি তৈরি করেন। তাই তাদের খরচ অনেক কম পড়ে। আমরা সেমি অটোর পরবর্তী ধাপে উন্নত অটো তাঁত করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা করব। আমরা এখানে ডিজাইন ও ট্রেনিং সেন্টার করব। আপনারা আর কোন দুশ্চিন্তা করবেন না। আপনারা যে কষ্ট করছেন ইনশাল্লাহ এই কষ্টের সুফল মিলবে। বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় তাঁত পল্লী পরিদর্শন ও মৌমিতা বেনারসি প্রাঙ্গনে তাঁত মালিক ও শ্রমিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সচিব আব্দুর রউফ, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়