র্নীতিবিরোধী গণশুনানী সফল করতে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আগামী ২ জুন কুড়িগ্রাম সদরের শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য দুর্নীতিবিরোধী গণশুনানী সফল করতে দুদকের কুড়িগ্রাম অফিসে উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে বিভিন্ন দপ্তর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণশুনানীর বিষয়ে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক জানান, কুড়িগ্রাম জেলা সদরে অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে যারা হয়রানীর শিকার হচ্ছেন তারা ওই দিন তাদের অভিযোগ উত্থাপনের সুযোগ পাবে। সে জন্য অভিযোগকারীগণকে ৩০ মে’র মধ্যে দুদক কুড়িগ্রাম অফিসে তাদের অভিযোগ দিতে পারবেন। তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন উক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সমাধান দিবেন। উক্ত গণশুনানীর সঞ্চালনা করবেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আফতাব উদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশীদ মিলন, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, অধ্যক্ষ মাওলানা নুর বখত, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নওবেজ উদ্দিন, কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।