পীরগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রেসক্লাবের আহবায়ক শাহ কামাল ফারুখ লাবু। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান শাহ মোঃ শারেখ খন্দকার জয়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইশরাত জাহান সুইটি, প্রেসক্লাবের সদস্য সচিব শাহ জাহান সিরাজ মাসুদ, সাবেক সভাপতি এম খোরশেদ আলম, তোজাম্মেল হক মুন্সি, সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, দুর্ণীতি ও মাদক মুক্ত পীরগাছা গড়তে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমারে পাশে থাকলে মাদক ও দুণীর্তি মুক্ত পীরগাছা গড়ে তোলা সম্ভব। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের সব অনিয়ম তুলে ধরবেন। আমি আপনাদের সাথে নিয়ে এসব রুখে দাড়াব। এসময় তিনি প্রেসক্লাবের উন্নয়নে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।