রংপুরের জেলা প্রশাসকের সাথে বৈষম্যবিরোধী নাগরিক পরিষদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র—জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী সরকার পতনের পর দেশব্যাপি চলমান পরিস্থিতি নিয়ে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসানের সাথে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহানগর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য পরিষদ, পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহানগর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য পরিষদ ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব দিলীপ চন্দ্র ঘোষ, যুগ্ম আহবায়ক ও গণসংহতি জেলা কমিটির আহবায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহবায়ক লতিফুর রহমান মিলন,যুগ্ম সদস্য সচিব স্বপন ভট্রাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি সুশান্ত ভৌমিক সুবল, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায়, রংপুরের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ সম্প্রতির রংপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই। তারা বলেন, রংপুরের মানুষ শান্তিপ্রিয়। এখানে সকল ধর্মের মানুষ বহুকাল ধরে মিলেমিশে বসবাস করছে। এই শান্তির রংপুরকে যারা অশান্ত করতে চায় তারা কোন দলের নয়। তারা দুবৃত্ত। তাই সকলে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিরোধ করতে হবে। এসময় রংপুরের জেলা প্রশাসক দল—মত নির্বিশেষে সকলকে একহয়ে কাজ করার আহ্বান করেন ও তিনি সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রম্নতি দেন।