গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় যুব র্যালি, আলোচনা সভা ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম অফিস এর সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা চাঁন মিয়া, সফল যুব উদ্যোক্তা ফজলে রাব্বি তুহিন, মোবাশ্বেরিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গংগাচড়া উপজেলার সমন্বয়ক
মেজবাউল আলম ফাহিম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ আনোয়ার হোসেন। সভা শেষে যুবদের মাঝে যুব ঋণের এর চেক বিতরণ করা হয়।