২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

দ্রুত নির্বাচন দিন....মির্জা ফফরুল ইসলাম আলমগীর

আমাদের প্রতিদিন
1 month ago
130


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

গত তিন মাসে অন্তবর্তী সরকারের নানা কার্যক্রমের প্রশংসা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন দিলেই বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আধিপত্যবাদ রুখে দিতে বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে।

সরকার তিনমাসে কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে কিনা এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, অবশ্যই, বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে, অনেকগুলো কাজ করেছে। সবাই যদি সহযোগিতা করে এই সরকারকে, তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয়েছে তৃতীয়বারের মত।

বৃহস্পতিবার বেলা ১১টায় দলের মহাসচিব জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব তুলে ধরেন নভেম্বরের তাৎপর্য।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth