২ মাঘ, ১৪৩২ - ১৫ জানুয়ারি, ২০২৬ - 15 January, 2026

রংপুরে বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

1 month ago
258


 

নিজস্ব প্রতিবেদক

রংপুর বিভাগীয় ইজতেমায় তীব্র শীত ও বয়স্ক জনিত কারণে ২ মুসল্লির মৃত্যু হয়েছে।,  আরও ৯ মুসল্লীর অসুস্থ্যার খবর পাওয়া গেছে।

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায়  প্রায় ১০ লক্ষ মুসল্লি নিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা।

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিন বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার আবুল হোসেন।

নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নেনে।  ইজতেমা ময়দানেই  মরহুমদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

 দুপুরে আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে আজ দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 পশুরাম  মেট্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে ঠান্ডা জনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।  আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুলে প্রায় ১০ লক্ষ মুসল্লি নিয়ে শুরু এবারে  রংপুরে বিভাগীয় ইজতেমা শুরু হয়ে ।

ধর্মপ্রান মুসলমানারা বিভিন্ন বয়ান ও জিকির তেলোয়াতের মাধ্যমে ১১ থেকে ১৩ ডিসেম্বর সেখানে অবস্থান করবেন।

 

অমাদের প্রতিদিন/শরি

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth