রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির চেক বিতরন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির রংপুর জেলা শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি, চিকিৎসা ও এককালীন অনুদানের চেক বিতরন করা হয়। আজ (১১ ডিসেম্বর) বুধবার রংপুর নগরীর গুপ্তপাড়া সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত চেক বিতরনে সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শাহাদত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শাহাদত হোসেন, কোষাধক্ষ্য মোঃ সলিম উদ্দিন, যুগ্ম কোষাধক্ষ্য ইয়াকুব আলী , উপদেষ্টা অধ্যাপক শাহ আলম, কার্যকরি সদস্য শামছুক হক মঞ্জু, এ এফ রেজাউল করিম, এমদাদুল হক, নাজমুন নাহার প্রমুখ।