রাবি অধ্যাপকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: তদন্ত চলাকালীন সাময়িক অব্যাহতি
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সই করা চিঠিতে জানানো হয়, তদন্ত চলাকালীন ড. ছবিরুলকে বিভাগীয় সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জন অধ্যাপক ছবিরুলের বিরুদ্ধে অনিয়ম ও অনাস্থা প্রকাশ করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক ইফতিখারুল আলম বলেন, "অধ্যাপক ছবিরুলের বিরুদ্ধে প্রায় সকল শিক্ষক আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ তুলেছেন। বিষয়টি যথাযথভাবে যাচাইয়ের জন্য তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।"
বিশ্ববিদ্যালয়জুড়ে এ ঘটনা নিয়ে চলছে আলোচনা। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।